শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৬ অক্টোবর ২০১৩, ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার

২০০ কোটির পথে খাংনাম স্টাইল


অনলাইন প্রতিবেদক, ২৬ অক্টোবর ২০১৩:
PYH2013102400330031500_P2
ইউটিউবে ১৮০ কোটিবারের বেশি দেখা হয়েছে গত বছরের আলোচিত গান খাংনাম স্টাইল। ২৫ অক্টোবর পর্যন্ত এই ভিডিও দেখা হয়েছে ১৮০ কোটি ২৪ লাখেরও বেশি। যা এই বছরেই ২০০ কোটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। ইউটিউবে গানটিতে লাইকের সংখ্যা ৭৯ লাখ এবং ডিসলাইকের সংখ্যা ৯ লাখ অতিক্রম করেছে।

আলোচিত সংগীত তারকা সাই’র খাংনাম স্টাইলের পর জেন্টলম্যানও ব্যাপক আলোচিত হয়েছে। খাংনাম স্টাইলের মত জনপ্রিয়তা না পেলেও এই পর্যন্ত ৫০ কোটি বারেরও বেশি দেখা হয়েছে এই গানটি।