
শেখ হাসিনার রায় ঘোষণা পর সোমবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রায় স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। একই সঙ্গে তিনি পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দ্রুত আইনের হাতে সোপর্দ করার জন্য প্রতিবেশি দেশের প্রতি আহবান জানিয়েছেন।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল এ মন্তব্য করেন।
জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, “আজ বাংলাদেশের রাজনীতি, আইনের শাসন এবং বিচার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধানকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে জাতির আশা-আকাঙ্খা কিছুটা হলেও পূরণ হয়েছে। রায়ে স্পষ্ট হয়ে গেছে অপরাধীরা কতটা নিষ্ঠুর ও প্রতিহিংসামূলক অপরাধ করেছে। পত্র-পত্রিকা, অডিও-ভিডিও ও টেলিফোনিক কনভার্সেশনের প্রমাণ রায়ে উল্লেখ করা হয়েছে। এটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের বিচার।”
তিনি আরও বলেন, “যেসব পরিবারের সদস্যরা হত্যার শিকার হয়েছেন, তাদের জন্য ক্ষতিপূরণ সম্ভব নয়। কিন্তু রায়ে তারা কিছুটা স্বস্তি পেলেন। এটি দেখালো যে রাষ্ট্র, সরকার বা রাজনৈতিক কোনো নেতা আইন ও বিচারের ঊর্ধ্বে নয়।”
জামায়াত দাবি করেছে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সুতরাং প্রতিবেশি দেশকে তাকে দ্রুত ফেরত দিয়ে বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করতে হবে।
সংবাদ সম্মেলনে দলের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিম মাছুম, মাওলানা আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন ও মোবারোক হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।































