শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৪ অক্টোবর ২০১৪, ৩:৩৭ অপরাহ্ন
শেয়ার

অবশেষে দেশে ফিরলেন শাবনূর


sabnurঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। গোপনে বিয়ে অতঃপর মা হওয়া নিয়ে বেশ কিছুদিন সবার আড়ালেই রয়েছেন তা সাবরই জানা। দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

গত ৯ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর জানিয়েছিলেন, মাস দুয়েকের মধ্যে দেশে ফিরবেন তিনি। শেষ পর্যন্ত তিনি কথা রাখলেন। ২ মাস শেষ হওয়ার আগেই দেশে ফিরলেন।

প্রথমে উত্তরায় স্বামীর বাসায় উঠলেও গতকাল সোমবার শাবনূর ইস্কাটনে তার নিজের ফ্ল্যাটে উঠেছেন।

শাবনূরের দেশে ফেরা এবং ঢাকায় অবস্থানের পুরো ব্যাপারটি নিশ্চিত করেছেন তারই বোন ঝুমুর।

তিনি জানান, শাবনূর এখন দেশেই থাকবেন। তবে মাঝেমধ্যে অস্ট্রেলিয়া যেতে পারেন।

শাবনূরের পারিবারিক সূত্র জানিয়েছে, তাদের ইচ্ছে সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার। খুব শিগগির সেই অনুষ্ঠানের ঘোষণাও আসতে পারে।

শাবনূরও জানান, বিয়ে ও সন্তানের জন্মের অনুষ্ঠান বাংলাদেশের বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে তিনি উদযাপন করতে চান।

ছবিতে কাজের প্রসঙ্গে শাবনূর বলেন, অস্ট্রেলিয়া যাওয়ার আগে বেশ কয়েকটি ছবির কাজ বাকি রেখে যেতে হয়েছিল। শুরুতেই সেসব ছবির কাজ করবেন। পাশাপাশি ২জন পরিচালক তাদের ছবিতে অভিনয়ের ব্যাপারেও তার সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি নতুন নির্মাতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন শাবনূর। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’।