শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৮ নভেম্বর ২০১৪, ১২:৫১ অপরাহ্ন
শেয়ার

‘ইত্যাদি’ এবার ৩ নদীর মিলনস্থলে


hanifপদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে ধারণ করা হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ১৪ নভেম্বর চাঁদপুরে ৩ নদীর মিলনস্থল মোলহেড স্টেশনে এবারের পর্বের আয়োজন করা হয়।

কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানের বর্ণিল আলোয় মোলহেড সেদিন সেজেছিল নতুন সাজে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শেকড় সন্ধানী এই অনুষ্ঠানে তুলে ধরা হয় নাচ, গান, নাটিকাসহ নানা স্বাদের আয়োজন। এরপর দর্শক পর্ব চলে রাত ১২টা পর্যন্ত।

নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, স্টুডিওর চার দেয়ালের বাইরে এসে সারাদেশকে দেখা এবং দেখানো, জানা এবং জানানোই আমাদের উদ্দেশ্য। এ লক্ষ্য সামনে রেখেই প্রায় ২০ বছর আগে সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থ্থাপনা করেছেন হানিফ সংকেত। ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এটি প্রচার হবে।