শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩ ফেব্রুয়ারী ২০১৫, ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার

আরেফিন শুভ বিয়ে করছেন কলকাতার অর্পিতাকে


shuvo-orpita

আরেফিন শুভ ও অর্পিতা সমাদ্দার

ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়ক আরেফিন শুভ আগামী ১৬ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন। কনে কলকাতার অর্পিতা সমাদ্দার। তিনি আট বছর ধরে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছেন।

এ প্রসঙ্গে শুভ বলেন, ‘বিয়ের তারিখটা হুট করেই দেয়া। পারিবারিক সিদ্ধান্তে আমরা বিয়ে করছি। আমার নতুন জীবনের জন্যে সবাই দোয়া করবেন।’

অর্পিতা বেড়ে উঠেছেন কলকাতায়। সেখানেই বসবাস করে। কলকাতায় শুভ নাচ শিখতে গিয়েই অর্পিতার সঙ্গে শুভর পরিচয় ঘটে। যা এক সময় প্রণয়ের রূপ ধারণ করে।

এদিকে মঙ্গলবার দুপুরে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন শুভ। সেখানে আগামী ৬ ফেব্রুয়ারি অর্পিতার পরিবারের উদ্যোগে আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে তার।