শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ এপ্রিল ২০১৫, ১:১৯ অপরাহ্ন
শেয়ার

গণধোলাইয়ের শিকার হাসান!


hasan

সম্প্রতি গণধোলাইয়ের শিকার হলেন অভিনেতা আখম হাসান। চুরির অভিযোগে তাকে গণধোলাই দেন গ্রামবাসী।

এটি বাস্তবের কোনো ঘটনা নয়। শাহিন মৃধার রচনা ও পরিচালনায় ‘অভিমানের খেয়া’ নামের একটি নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন হাসান।

এ নাটক প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘প্রতিনিয়তই আমি ভিন্ন ভিন্ন চরিত্রে রূপদান করে আসছি। এবারই প্রথম আমি একজন চোরের চরিত্রে অভিনয় করলাম। চরিত্রটি আমার কাছে বাস্তব মনে হয়েছে।

এতে অভিনয় করে খুব এনজয় করেছি। আশা করি, দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।