শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ মে ২০১৫, ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

সন্ধ্যায় ঢাকা আসছেন দীপিকা


dipikaআজ সন্ধ্যায় ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সৌন্দর্য-সৌরভে বাংলাদেশি ভক্তের বিমোহিত করতে লাক্সের শুভেচ্ছাদূত হিসেবে আসছেন এই জনপ্রিয় বলিউড তারকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। ইউনিলিভার বাংলাদেশের লাক্স সাবানের প্রচারণার অংশ হিসেবেই তিনি ঢাকায় আসছেন।

জানা গেছে, দীপিকা পাড়ুকোন বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। রোববার সকালেই তিনি ভারতে ফিরে যাবেন। দীপিকাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পণ্য প্রচারণার কাজে অংশ নেবেন দীপিকা।

প্রচারণার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দীপিকাকে অভর্থ্যনা জানাতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এ আয়োজনে দীপিকার জনপ্রিয় গানে পারফর্ম করবেন দেশের শীর্ষ তারকারা। তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম, মেহজাবীন ও শানারেই দেবী শানু। তবে অনুষ্ঠানের আয়োজকরা বিশেষ চমক রাখতেই পুরো আয়োজনের বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি।