রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার

মেয়ে সুহানার ডেটিং নিয়ে গৌরী খানের রসিক পরামর্শ!


Gouri-Suhana

বলিউড তারকাদের অভিনয় কিংবা ফ্যাশনের মতোই তাঁদের ব্যক্তিগত জীবনও ভক্তদের কাছে সমান আকর্ষণের। বিশেষ করে নতুন প্রজন্মের তারকার প্রেমের গুঞ্জন প্রায়ই শিরোনাম হয়। তবে এ বিষয়ে তারকাদের মা-বাবারা কী ভাবেন? সে উত্তর মিলেছিল করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর এক পুরনো পর্বে।

সে এপিসোডে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান হাজির হয়েছিলেন বন্ধু মহীপ কাপুর ও ভাবনা পাণ্ডেকে নিয়ে। তিন বলিউড তারকাপত্নীর হাসি-ঠাট্টায় জমে উঠেছিল আসর। তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যখন করণ জানতে চান, গৌরী মেয়েকে (সুহানা খান) কী ধরনের ডেটিং পরামর্শ দেন।

হাসতে হাসতেই গৌরীর উত্তর ছিল, “একই সময়ে দুজন ছেলের সঙ্গে ডেট কোরো না।” আবার ছেলেকে (আরিয়ান খান) দেওয়া পরামর্শ ছিল আরও খোলামেলা- “বিয়ের আগে যত খুশি মেয়ের সঙ্গে ডেট করো, কিন্তু বিয়ের পর ফুলস্টপ।” তাঁর এই অকপট জবাবে সবাই চমকে উঠলেও হাসির রোল পড়ে স্টুডিওজুড়ে।

করণের ঠাট্টায় আরও যোগ হয় অনন্যা পাণ্ডের প্রসঙ্গ। তিনি মজা করে বলেন, অনন্যা নাকি এক সময় একসঙ্গে দুজনকে নিয়ে দোটানায় ছিল। তখন ভাবনা পাণ্ডে মেয়ের হয়ে ব্যাখ্যা দিয়ে জানান, “ও দুজনের মধ্যে ভেবেছিল, তাই একজনের সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়।”

এদিকে গৌরী-শাহরুখ কন্যা সুহানা খান খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের পর এবার তাঁকে দেখা যাবে ‘কিং’ ছবিতে, যেখানে প্রথমবার বাবার সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটিতে শাহরুখ থাকছেন এক অভিজ্ঞ খুনির ভূমিকায়, আর সুহানাকে দেখা যাবে তাঁর শিষ্য চরিত্রে। বিশাল বাজেটের এ সিনেমায় আরও থাকছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা ও রাঘব জুয়াল।

২০২৬ সালে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটি। বাবা-মেয়ের একসঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে- এমন প্রত্যাশায় ইতিমধ্যেই বলিউড ভক্তদের আগ্রহ তুঙ্গে।