
বাপ্পি চৌধুরী
ঢাকাই সিনেমার আরও এক নায়ক যোগ দিলেন প্রবাসীদের তালিকায়। এবার দেশ ছাড়লেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানে বসা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেশ ছাড়ার খবর জানান বাপ্পি। তবে সফরের উদ্দেশ্য স্পষ্ট করেননি। ছবির ক্যাপশনে লেখেন, বন্ধু, কেমন আছো?
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আমেরিকা পৌঁছে আরও কিছু ছবি প্রকাশ করেন তিনি। সেখানে কালো টি-শার্ট, কালো প্যান্ট ও কালো সানগ্লাসে দেখা যায় তাকে। ওই পোস্টে ক্যাপশনে লেখেন, শহর ঘুরে আনন্দ খোঁজা।
গণমাধ্যমে একটি সূত্র জানায়, বাপ্পি চৌধুরী আর দেশে ফিরবেন না। যুক্তরাষ্ট্রে নতুন পেশায় যুক্ত হয়ে জীবন-জীবিকার নতুন পথ খুঁজছেন তিনি।
বাপ্পিকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় শত্রু সিনেমায়। এরপর কেটে গেছে দুই বছর, হাতে তেমন কোনো কাজও ছিল না।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় বাপ্পির। এক যুগের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন জটিল প্রেম, অন্যরকম ভালোবাসা, এপার ওপার, সুইটহার্’, সুলতানা বিবিয়ানাসহ বেশ কিছু জনপ্রিয় ছবি।



























