রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন
শেয়ার

কোরীয় অভিনেত্রীর সংলাপ নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ চীনা দর্শক


Wang Ji-hyun

আলোচিত কে-ড্রামা ‘টেম্পেস্ট’-এ দক্ষ কূটনীতিকের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী জুন জি-হিউন। তবে সিরিজটির একটি সংলাপকে ঘিরে চীনে তৈরি হয়েছে তীব্র সমালোচনা।

১০ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত কিম হি–ওন পরিচালিত এ সিরিজের চতুর্থ পর্বে জুনের চরিত্রটি প্রশ্ন করে, “চীন কেন যুদ্ধকে সমর্থন করে?”—এই সংলাপই চীনা দর্শকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বহু দর্শক অভিযোগ করেছেন, সিরিজটিতে চীনকে যুদ্ধপ্রীত দেশ হিসেবে দেখানো হয়েছে। একজন মন্তব্য করেছেন, “চীন যুদ্ধ ভালোবাসে না; আমরা শান্তিকে অনুসরণ করি। এটি অপবাদ।” আরেকজন লিখেছেন, “চীন যদি সত্যিই যুদ্ধ ভালোবাসত, তবে এখানেই তো শুটিং করতেন না।”

বিতর্ক আরও বাড়ে যখন হংকংয়ে ধারণ করা একটি দৃশ্যকে সিরিজে উত্তর চীনের দালিয়ান শহর হিসেবে উপস্থাপন করা হয়। দর্শকেরা দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে শহরটিকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে।

একজন সমালোচক প্রশ্ন তুলেছেন, “যদি দালিয়ান দেখাতে চান, তবে সেখানেই শুট করলেন না কেন?” আরেকজন লিখেছেন, “ওরা দালিয়ানকে ভয়ংকরভাবে দেখিয়েছে, অথচ আমি সব সময় ভেবেছি এটি একটি সুন্দর পর্যটন শহর।”

এখনও পর্যন্ত নাটকের প্রযোজক কিংবা জুন জি-হিউন কেউই বিতর্কিত সংলাপ ও দৃশ্য নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, ২০০১ সালের রোমান্টিক কমেডি ‘মাই স্যাসি গার্ল’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান জুন জি-হিউন। পরবর্তীতে ‘মাই লাভ ফ্রম দ্য স্টার’ তাঁকে চীনেও জনপ্রিয় করে তোলে। তবে ‘টেম্পেস্ট’-এর বিতর্কিত সংলাপ তাঁর সে জনপ্রিয়তাকে ছাপিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট