
বলিউড অভিনেতা রজত বেদীর মেয়ে ভেরা বেদী হঠাৎ করেই আলোচনায়। সম্প্রতি বাবার সঙ্গে লাল গালিচায় উপস্থিত হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। অনেকে তাঁকে ‘পরের কারিনা কাপুর’ বলে আখ্যা দিয়েছেন।
নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য ব্যান্ডস অব বলিউড’ এর মাধ্যমে পর্দায় ফিরেছেন রজত বেদী। কিন্তু সিরিজের তারকাখচিত প্রিমিয়ার শোতে দৃষ্টি কেড়ে নেন তাঁর মেয়ে ভেরা। লাল গালিচার কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই কারিনা কাপুরের সঙ্গে তাঁর চেহারার মিল খুঁজে পাচ্ছেন ভক্তরা। কেউ লিখেছেন, “নীল চোখে কারিনার চেয়েও সুন্দর।” আবার কেউ মন্তব্য করেছেন, “কারিনার আভা তাঁর নিজের, তবে ভেরার মধ্যেও সেই ছায়া স্পষ্ট।” এমনকি কেউ কেউ তাঁকে কারিনা ও ঐশ্বরিয়ার মিশ্রণও বলেছেন।
এই হঠাৎ পাওয়া খ্যাতি ভেরার জন্য বিস্ময়কর হয়ে উঠেছে বলে জানিয়েছেন রজত বেদী। হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার পুরো পরিবার হঠাৎ আলোচনায় চলে এসেছে। ভেরার জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। আমেরিকা, কানাডা, লন্ডন, দুবাই থেকে মানুষ ফোন করছে। সে আসলে খুবই সাদাসিধে।”
রজত জানান, সন্তানদের এখনও তিনি খ্যাতির চাপ নিয়ে আলাদা করে কিছু বলেননি। তবে শুরু থেকেই তাঁদের বিনয়ী ও সম্মানজনক থাকার পরামর্শ দেন তিনি। “আমার সন্তানদের কখনো অহংকার করতে দেখবেন না। তবে এ ধরনের মনোযোগ তাঁদের জন্য নতুন এবং কিছুটা চাপে ফেলে দিচ্ছে,” যোগ করেন তিনি।

এদিকে রজতের ছেলে বিবানও শোবিজে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। আরিয়ান খানের সঙ্গে ‘দ্য ব্যান্ডস অব বলিউড’ প্রজেক্টে দুই বছরেরও বেশি সময় কাজ করেছেন তিনি। বর্তমানে তাঁর আনুষ্ঠানিক লঞ্চ নিয়ে পরিকল্পনা চলছে বলে জানান রজত।
অন্যদিকে, ভেরার অভিনয়ের পরিকল্পনা আগে না থাকলেও হঠাৎ পাওয়া জনপ্রিয়তা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাজত বলেন, “ও আগে কখনোই অভিনয়ের কথা ভাবেনি। কিন্তু এখন ভাবছে।”



























