
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হলিউডের জনপ্রিয় তারকা সেলেনা গোমেজ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।
বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপন ব্যক্তিগত এস্টেট। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই তুমুল আলোচনা শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন এবং পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট। পুরো আয়োজন যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি।
গোপনীয়তার বিষয়টি প্রাধান্য দিচ্ছেন নবদম্পতি। অতিথিদের আগে থেকে সঠিক ভেন্যু জানানো হয়নি। হোটেল থেকে শাটল বাসে করে তাদের নিয়ে যাওয়া হবে নির্ধারিত জায়গায়। প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অতিথি তালিকায় রয়েছে চমক। সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেলর সুইফট, প্যারিস হিলটনসহ ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সহ-অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক এই বিশেষ দিনে থাকবেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, অতিথিদের থাকার জন্য বুক করা হয়েছে এল এনকান্টো হোটেল, যেখানে এক রাতের জন্য প্রতিটি কক্ষের ভাড়া সাড়ে তিন হাজার ডলারেরও বেশি।
‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ জানিয়েছে, মূল অনুষ্ঠানের আগের রাতে রিহার্সেল ডিনারের আয়োজন করা হয়েছিল। আর আজকের বিয়েতে সেলেনার পাশে থাকবেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবীরা, যারা হবেন ব্রাইডসমেড।
তবে সেলেনা ও বেনি বিয়ের আসরে কোন পোশাকে হাজির হবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: পিঙ্কভিলা



























