রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
শেয়ার

ফিল্মফেয়ারে নিতাংশি গোয়েলের লড়াই আলিয়া-কারিনার সঙ্গে


Nitanshi-Goel

ঘোষণা করা হয়েছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা। সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) বিভাগে এবার অভিষেক ঘটছে মাত্র ১৮ বছর বয়সী নিতাংশি গোয়েলের। তিনি মুখোমুখি হচ্ছেন বলিউডের তারকা আলিয়া ভাট, কারিনা কাপুর ও বিদ্যা বালানের মতো অভিজ্ঞ অভিনেত্রীদের।

গত শনিবার প্রকাশিত তালিকায় কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ সর্বাধিক মনোনয়ন পেয়েছে। এর পরেই আছে শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২, অজয় দেবগনের ময়দান ও ইয়ামি গৌতমের আর্টিকেল ৩৭০।

সবাইকে ছাপিয়ে আলোচনায় এখন নিতাংশি গোয়েল। লাপাতা লেডিজ-এর ‘ফুল কুমারী’ চরিত্রে অভিনয় করেই তিনি দর্শক-সমালোচকের নজর কাড়েন। ছবিটি ভারতের সরকারি অস্কার মনোনীত চলচ্চিত্রও ছিল।

সমালোচক পুরস্কারের জন্য নিতাংশির প্রতিদ্বন্দ্বী আলিয়া ভাট (জিগরা), কারিনা কাপুর (দ্য বাকিংহাম মার্ডার্স), প্রতিভা রন্তা (লাপাতা লেডিজ) ও বিদ্যা বালান (দো অউর দো পেয়ার)।

এর আগে আইফা অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন নিতাংশি। সেখানে তিনি পেছনে ফেলেছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ইয়ামি গৌতম ও শ্রদ্ধা কাপুরকে। পুরস্কার জয়ের পর তিনি বলেছিলেন, “আমি আশা করেছিলাম ‘লাপাতা লেডিজ’ বড় কিছু পাবে, কিন্তু নিজে যে জিতব, তা কল্পনাও করিনি।”

কিছুদিন আগেই প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটেন তিনি। ঐতিহ্যবাহী সাদা শাড়ি পরা সেই মুহূর্ত ছিল ভক্তদের কাছে বিশেষ আলোচনার বিষয়।

অভিনয়জীবন শুরু করেছিলেন লাপাতা লেডিজ দিয়েই। এরপর অজয় দেবগনের সঙ্গে ময়দান ছবিতে দেখা গেছে তাকে। তবে নতুন কোনো প্রকল্পে এখনো যুক্ত হওয়ার ঘোষণা দেননি এই তরুণী অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস