রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১ অক্টোবর ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

পরবর্তী ছবিতে কার সঙ্গে জুটি বাঁধছেন আহান?


Shanaya-Ahan-Shuhana

শানায়া কাপুর, আহান পাণ্ডে ও সুহানা খান

‘সাইয়ারা’ ছবির মাধ্যমে ঝড় তোলা নবাগত আহান পাণ্ডে ইতিমধ্যেই বলিউডের পরবর্তী সেনসেশন হিসেবে উঠে এসেছেন। দর্শকরা তাঁর আকর্ষণীয় উপস্থিতি, মিষ্টি হাসি আর অনস্ক্রিন রোমান্সে মুগ্ধ। ‘সাইয়ারা’তে অনীত পাড্ডার সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছিল। এবার ভক্তদের প্রশ্ন- পরের ছবিতে আহানের বিপরীতে কাকে দেখা যাবে? আলোচনায় ঘুরছে পাঁচ তরুণী অভিনেত্রীর নাম!

১. শানায়া কাপুর

কেবল একটি ছবিতে কাজ করলেও শানায়া ইতিমধ্যেই আলোচনায়। তাঁর শিশুসুলভ নিষ্পাপ চেহারা ও আত্মবিশ্বাসী অভিনয় আহান পাণ্ডের সঙ্গে মানানসই হবে। একসঙ্গে অভিনয় করলে তাঁরা হতে পারেন বলিউডের অন্যতম সেরা অনস্ক্রিন জুটি।

২. শর্বরী ওয়াঘ

‘মুঞ্জিয়া’ ছবিতে অভিনয়ের পর শর্বরী ওয়াঘ নিজের প্রতিভা প্রমাণ করেছেন। বহুমুখী চরিত্রে দক্ষতা দেখিয়ে তিনি তরুণ অভিনেত্রীদের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন। আহান-শর্বরী জুটি হবে দর্শকদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা।

৩. সুহানা খান

শাহরুখ খানের মেয়ে সুহানা ও আহানকে আগেও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। তাঁদের সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্দায় রোমান্সকে আরও বাস্তবসম্মত করে তুলতে পারে। ফলে অনস্ক্রিন কেমিস্ট্রি হতে পারে চোখে পড়ার মতো।

৪. পলক তিওয়ারি

শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি এখনও বড়সড় কোনো হিট পাননি। তবে তাঁর আত্মবিশ্বাস ও গ্ল্যামারাস উপস্থিতি তরুণ প্রজন্মের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে। আহান ও পলক- দুজনেই নতুন প্রজন্মের বলিউড বৃত্তের অংশ। ফলে তাঁদের জুটি নিয়ে সহজেই মিডিয়ায় কৌতূহল তৈরি হবে।

৫. খুশি কাপুর

শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং আহান- দুজনেই বলিউডের তারকা পরিবার থেকে আসা। তাই তাঁদের একসঙ্গে পর্দায় আনা গেলে তরুণ প্রজন্মের কাছে তা হবে বেশ আকর্ষণীয়। ক্যাম্পাস লাভ স্টোরি, রোমান্টিক ড্রামা কিংবা আধুনিক ধারার ছবিতে এ জুটি জমে উঠতে পারে।

সূত্র: পিঙ্কভিলা