
পপতারকা সেলেনা গোমেজ এবং খ্যাতনামা সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কো অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের সফল পরিণতি হিসেবে তাদের এই বিয়ে কেবল ব্যক্তিগত নয়, অনুরাগী, বন্ধু ও সহকর্মীদের জন্যও আনন্দঘন এক উৎসবে রূপ নিয়েছে।
নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে আয়োজিত হয় তাদের বিবাহ অনুষ্ঠান। ইভেন্ট প্ল্যানার মিন্ডি ওয়েইসের তত্ত্বাবধানে সাজানো এ আয়োজনে প্রায় ১৭০ জন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। অতিথিদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা, বিশাল সাদা তাঁবুর নিচে খাওয়াদাওয়া, নাচ-গান এবং মনোমুগ্ধকর আলোকসজ্জার ব্যবস্থা। ফুলের বিশেষ সাজ, ব্যক্তিগত বার্তা ছাপানো কার্ড এবং দম্পতির জন্য বানানো কেক এই আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।
বিয়ের পর সেলেনা সামাজিক মাধ্যমে তাদের কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। মাত্র তিন ঘণ্টায় সেই পোস্টে সাত মিলিয়নের বেশি লাইক পড়ে। অনুরাগীরা মন্তব্যে লিখেছেন—“এটাই আমাদের স্বপ্নের জুটি।”
সেলেনা-বেনির সম্পর্কের শুরু এক দশক আগে। সেলেনার মায়ের মাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর কাজের সূত্রে আরও কাছাকাছি আসেন তারা। ২০১৫ সালে ‘রিভাইভাল’ অ্যালবামের দুটি গান প্রযোজনা করেন বেনি। পরবর্তীতে একসঙ্গে কাজের অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত সম্পর্কে নতুন মাত্রা যোগ করে। অবশেষে ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তাদের প্রেম এবং ২০২৪ সালের ডিসেম্বরে হয় বাগদান।
সেলেনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাদের আলাপচারিতা অনেকটা গানের মতো ছিল। আমরা কখনোই পরিকল্পনা করতাম না—আজ গান লিখতে হবে। শুধু আড্ডা দিতাম, আর সেখান থেকেই গান তৈরি হতো।” এই সখ্যই তাদের সম্পর্কে বন্ধুত্ব ও প্রেম দুটিকেই মজবুত করেছে।
বিয়ের দিন অতিথিদের জন্য ছিল এক বিশেষ মুহূর্ত—দম্পতির তৈরি করা একটি গান সরাসরি শোনান তারা। বেনি প্রিয় গিটার হাতে সেলেনার জন্য নিবেদন করেন একটি সুনির্দিষ্ট গান, যা উপস্থিত সবাইকে আবেগে ভাসিয়ে তোলে।
সেলেনা গোমেজ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, বিশেষ করে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে। তবে জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে তিনি এখন বেনির সঙ্গে এক নতুন সূচনায়। শুধু প্রেম নয়, এটি সেলেনার কাছে পুনর্জন্মের মতো।
এই বিয়ে এক প্রতীকী বার্তা বহন করছে—বন্ধুত্ব, শ্রদ্ধা ও পারস্পরিক সমর্থনের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। অনুরাগীরা আশা করছেন, ভবিষ্যতে সেলেনা ও বেনি একসঙ্গে উপহার দেবেন অসংখ্য গান, সৃজনশীল কাজ ও মঞ্চ পরিবেশনা।



























