
ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত রাশমিকা মান্দানা শিগগিরই ভক্তদের হৃদয় ভাঙতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তিনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বলিউড ও টলিউডে আলোচিত এ তারকা যুগল সম্প্রতি গোপনে বাগদান সেরেছেন। তবে অনুষ্ঠানটি ছিল একান্তই ব্যক্তিগত, যেখানে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কয়েকজন বন্ধু।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশমিকা ও বিজয়ের বিয়ে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। অর্থাৎ অক্টোবরের গোপন বাগদানের মাত্র চার মাসের মধ্যেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
এতদিন দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। একসঙ্গে ছুটি কাটানো কিংবা বিভিন্ন স্থানে তাদের উপস্থিতির খবর গণমাধ্যমে এলেও তারা কখনোই প্রেমের গুঞ্জন স্বীকার বা অস্বীকার করেননি। মনে হচ্ছে, বাগদান ও বিয়ের ক্ষেত্রেও একই গোপনীয়তা বজায় রাখতে চান তারা।

এদিকে রাশমিকার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে ভক্তরা বাগদানের ইঙ্গিত খুঁজে পেয়েছেন। দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ঐ পোস্টে রাশমিকা শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন। সঙ্গে লিখেন, “এই বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ‘থাম্মা’ ট্রেলার ও আমাদের গানে তোমাদের ভালোবাসা আমাকে আরও শক্তি দিয়েছে। তোমাদের উত্তেজনা ও সমর্থন আমার প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর করে তুলছে। শিগগিরই প্রচারণায় তোমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।”
সূত্র: ডিএনএ ইন্ডিয়া



























