রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৭ অক্টোবর ২০২৫, ৮:২৩ অপরাহ্ন
শেয়ার

অভিনেত্রী স্পর্শিয়ার অস্ত্রোপচার, দোয়া চাইলেন ফেসবুকে


sporshia

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

চিত্রনায়িকা ও মডেল অর্চিতা স্পর্শিয়া শারীরিক জটিলতায় ভুগছেন। তার চোয়ালের নিচে ধরা পড়েছে ‘অ্যামেলোব্লাস্টোমা’ নামের এক বিরল ও অস্বাভাবিক টিউমার। চিকিৎসকদের পরামর্শে আজই (৭ অক্টোবর) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

নিজের অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন স্পর্শিয়া। পোস্টে তিনি লিখেছেন, আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে অপারেশনের আগে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। আজই আমার সার্জারি হওয়ার কথা।

বর্তমানে বিশ্রামে থাকায় তিনি কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। কাজ সংক্রান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা দিতে অনুরোধ করেছেন তিনি। অস্ত্রোপচার শেষে শারীরিকভাবে সুস্থ বোধ করলেই উত্তর দেবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

পোস্টের শেষে দোয়া চেয়ে তিনি লিখেছেন, সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাই।

স্পর্শিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতা রওনক হাসান মন্তব্য করেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো। পরিচালক আরিক আনাম খান লিখেছেন, শুভকামনা রইল, আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন। অসংখ্য ভক্তও সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা জানাচ্ছেন তার দ্রুত সুস্থতার জন্য।

বর্তমানে অর্চিতা স্পর্শিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এর আগেও, ২০২২ সালে অ্যাপেনডিসাইটিসের কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল এই জনপ্রিয় অভিনেত্রীকে।