
ক্যাটরিনা কাইফ
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবার প্রকাশ করলেন তাঁর জীবনের এক বিশেষ মানুষকে, যাঁকে ‘গোপন দেবদূত’ বলে ডাকেন তিনি। আশ্চর্যের বিষয়- সেই ব্যক্তি না তাঁর স্বামী, না কোন প্রাক্তন সহঅভিনেতা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লিখেছেন, “শুভ জন্মদিন ‘জো জো’ আমাদের গোপন দেবদূত, অনুপ্রেরণার পথিকৃৎ ও এক দুর্দান্ত ডায়নামো। এই বছর তোমার জীবনে আসুক সবচেয়ে সুন্দর সব জিনিস।”
এই আন্তরিক বার্তায় ‘জো জো’ নামে ক্যাটরিনা স্নেহভরে ডাকেন জোয়া আখতারকে, যার সঙ্গে তিনি কাজ করেছিলেন ২০১১ সালের জনপ্রিয় চলচিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে।

জোয়া আখতারের দ্বিতীয় পরিচালনা ছিল এই সিনেমা, যেখানে হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছিলেন। তিন বন্ধুর স্পেন ভ্রমণের রোমাঞ্চকর গল্পে ভরা এই ছবিতে দেখানো হয় জীবনকে নতুন করে আবিষ্কারের এক অসাধারণ যাত্রা।
চলচ্চিত্রটি মুক্তির পর বিপুল সাফল্য পায় এবং জিতে নেয় দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার- সেরা কোরিওগ্রাফি ও সেরা অডিওগ্রাফির জন্য। বর্তমানে এটি বলিউডের এক ‘কাল্ট ক্লাসিক’ হিসেবে বিবেচিত।
জোয়া আখতার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লাক বাই চান্স’, ‘দিল ধড়কনে দো’, ‘গাল্লি বয়’ এবং ‘দ্য আর্চিস’। এছাড়া নেটফ্লিক্স এর ‘অ্যান্থলজি বোম্বে টকিজ’, ‘লাস্ট স্টোরিজ’ ও ‘ঘোস্ট স্টোরিজ’ এর জন্যও তিনি ছবি নির্মাণ করেছেন।



























