শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৩ অক্টোবর ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার

তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম, জাহ্নবীকে করণ জোহর


Janvi-Karan

বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর আবারও চমক দিলেন তার রসবোধে। অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে সাম্প্রতিক এক টক শোতে তিনি এমন এক মন্তব্য করেন, যা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কল’ এর সর্বশেষ পর্বে অতিথি ছিলেন করণ জোহর ও জাহ্নবী কাপুর। শোটি সঞ্চালনা করেন বলিউড তারকা কাজল দেবগন ও টুইঙ্কল খন্না। হাস্যরস, খুনসুটি আর খোলামেলা আলোচনায় ভরপুর ছিল পুরো পর্বটি।

‘ট্রুথ অর লাই’ (সত্য না মিথ্যা) খেলায় জানভি করণকে চ্যালেঞ্জ করেন- “নিজের জীবনের একটি কেলেঙ্কারিপূর্ণ সত্য বলুন, আর একটি মিথ্যা বানিয়ে বলুন, আমরা ধরব কোনটি সত্য।”

জবাবে করণ দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলেন, “আমি ২৬ বছর বয়সে প্রথমবারের মতো সম্পর্ক করেছি, আর তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম।”

এই কথা শুনে জাহ্নবীর চোখ বড় বড় হয়ে যায়, আর পাশের আসনে থাকা কাজল ও টুইঙ্কল হেসে লুটোপুটি খান। কিছুক্ষণ পর করণ হেসে বলেন, “আমি সত্যিই ২৬ বছর বয়সে আমার ভার্জিনিটি হারিয়েছিলাম, কিন্তু জাহ্নবীর পরিবারের কারও সঙ্গে আমি ঘনিষ্ঠ হইনি। তবে ভাবনাটা মাথায় এসেছে, সেটা স্বীকার করছি!”

করণ জোহরের এই রসিক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই শোয়ের এই মুহূর্তকে “বছরের সবচেয়ে মজার বলিউড কনফেশন” বলছেন।

বানিজে এশিয়া প্রযোজিত এই শোতে এর আগেও হাজির হয়েছিলেন আমির খান ও সালমান খান, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট, অক্ষয় কুমার ও সাইফ আলি খান, গোভিন্দা ও চাঙ্কি পান্ডের মত বলিউডের বড় তারকারা।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া