রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২৩ অক্টোবর ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার

ফের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি


rumi

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় তাঁর স্ত্রী কামরুন নেসা পুত্রসন্তানের জন্ম দেন। বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন এই গায়ক।

নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন রুমি। নতুন অতিথির আগমনে পরিবারের সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

নিজের সামাজিক মাধ্যমে পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন রুমি। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।’

রুমির পোস্ট প্রকাশের পর মুহূর্তেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সহকর্মী শিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত নবজাতক ও মায়ের সুস্বাস্থ্য কামনা করেন।

উল্লেখ্য, ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমি। এই দম্পতির আরও এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০০৮ সালে গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে বিয়ে হয় তাঁর, সেই সংসারেও একটি পুত্রসন্তান আছে।

বিতর্ক, আলোচনার মধ্য দিয়েও সংগীতে নিজের অবস্থান ধরে রেখেছেন রুমি। নতুন সদস্যের আগমনে আবারও খুশির ছোঁয়া লেগেছে তাঁর জীবনে।