রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৩ অক্টোবর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর কেন একটিও কথা বলেননি ঐশ্বরিয়া


salman-aishwarya

বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল ঐশ্বরিয়া রাই ও সালমান খানের প্রেমের গল্প। নব্বইয়ের দশকের শেষ থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত চলা তাদের সম্পর্ক নিয়ে তখন মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। এখনও তা বলিউডের অন্দরমহলে কৌতূহলের বিষয়। তবে ঐশ্বরিয়া আজ পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি।

সম্প্রতি ভারতের খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট প্রহলাদ কাক্কার এ সম্পর্ক ঘিরে নতুন কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, “ঐশ্বরিয়া অত্যন্ত ব্যক্তিগত মানুষ। তিনি খুব সীমিত কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গেই মিশেন। মিডিয়ার সামনে কখনও নিজের ব্যক্তিজীবন খুলে ধরেন না। যেহেতু মিডিয়া তাঁর ব্যক্তিগত দিক জানে না, তাই অনেক সময় তাঁকে নিয়ে ভুল ব্যাখ্যা বা নেতিবাচক কথা বলে।”

প্রহলাদ কাক্কার আরও বলেন, “ঐশ্বরিয়া খুব অল্প বয়সেই বুঝে গিয়েছিলেন যে, তাঁর নীরবতাই তাঁর মর্যাদা ও শক্তি। তাই সালমান খানের সঙ্গে সম্পর্কের জটিল সময়েও তিনি একটিও কথা বলেননি। মিডিয়া তখন তাঁকে উসকানি দিচ্ছিল, নানা রকম সমালোচনা করছিল যাতে তিনি প্রতিক্রিয়া দেন। কিন্তু তিনি কখনও তাতে সাড়া দেননি। কারণ তাঁর কাছে নীরবতাই ছিল আত্মসম্মানের প্রতীক।”

সালমান খানকে নিয়ে প্রহলাদ কাক্কার বলেন, “সালমান শুধু কঠিন অভিনেতাই নন, তিনি একজন ‘জটিল মানুষ’। তাঁর ভেতরে অনেক অমীমাংসিত সমস্যা আছে, যা তাঁকে বুঝে ওঠা কঠিন করে তোলে।”

ঐশ্বরিয়া রাই ও সালমান খানের বিচ্ছেদের পর বহু বছর কেটে গেলেও, ঐশ্বরিয়া আজও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বরং নিজের ক্যারিয়ার ও পরিবার নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া