
ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। এ বিষয়ে বিমান ও স্থলবন্দরের সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে ব্যবস্থা নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। তখন তার সাবেক স্ত্রী সামিরা হক মৃত্যুটিকে আত্মহত্যা হিসেবে দাবি করলেও সালমান শাহর পরিবার বরাবরই একে হত্যা বলে অভিযোগ করে আসছে।
দীর্ঘ ২৯ বছর পর মামলাটি নতুন মোড় নেয়। গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। এর পরদিনই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।



























