
বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খন্না বর্তমানে যৌথভাবে সঞ্চালনা করছেন অ্যামাজন প্রাইমের সেলিব্রিটি টক শো ‘টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কেল’। শোর সাম্প্রতিক পর্বে করা তাদের এক মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই দুই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই পর্বে অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা কারণ জোহর এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর। শোর ‘দিস অর দ্যাট’ সেগমেন্টে প্রশ্ন করা হয়- শারীরিক বিশ্বাসঘাতকতা নাকি মানসিক বিশ্বাসঘাতকতা-কোনটি বেশি অগ্রহণযোগ্য?
এ সময় জাহ্নবী কাপুর স্পষ্টভাবে জানান, দু’ধরনের বিশ্বাসঘাতকতাই অগ্রহণযোগ্য। কিন্তু কারণ জোহর, কাজল এবং টুইঙ্কেল মত দেন যে, শারীরিক প্রতারণা ‘মাফ’ করা যেতে পারে, তবে মানসিক প্রতারণা নয়। এমনকি টুইঙ্কেল বলেন, “রাত গেল তো কথা গেল।”
এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই কাজল ও টুইঙ্কেলের বিরুদ্ধে ‘প্রতারণাকে স্বাভাবিক করা’ এবং অবিশ্বাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করার অভিযোগ তুলে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া দেখান।
কেউ কেউ মন্তব্য করেন, “এটাই প্রমাণ করে, তারা নিজেরাই সম্পর্কের প্রতারণার অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন।” একজন মন্তব্য করেন, “এভাবে প্রতারণাকে মেনে নেওয়া দুঃখজনক।” আরেক জন মন্তব্য করেন, “এ ধরনের কথা বলার মানে তারা নিজেদের সম্পর্কের ক্ষত মেনে নিয়েছে।”
তবে এসব মন্তব্যের কোনো প্রমাণ নেই, এবং কাজল-অজয় দেবগন কিংবা টুইঙ্কেল-অক্ষয় কুমার দম্পতির পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কেল’-এর নির্মাতা বানিজে এশিয়া। প্রতি বৃহস্পতিবার রাত ১২টায় অ্যামাজন প্রাইম ভিডিওতে শোর নতুন পর্ব প্রকাশিত হয়। শোর আগের পর্বগুলোতে অতিথি হয়েছেন আমির খান ও সালমান খান, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট, অক্ষয় কুমার ও সাইফ আলি খান, গোভিন্দা ও চাঙ্কি পান্ডে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া



























