রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২৫ অক্টোবর ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

পূর্ণিমার বিচ্ছেদের গুঞ্জন


purnima

চিত্রনায়িকা পূর্ণিমা ও তাঁর স্বামী আশফাকুর রহমানকে নিয়ে সম্প্রতি বিনোদন অঙ্গনে নতুন করে গুঞ্জন উঠেছে। ২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই তারকা। তিন বছরের দাম্পত্য জীবনে তাঁদের নিয়ে কোনো বিতর্ক শোনা না গেলেও গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া ও চলচ্চিত্র পরিসরে আলোচনা তুঙ্গে।

শিল্প অঙ্গনের বহুজন দাবি করছেন- পূর্ণিমা ও আশফাকুরের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে- এমন কথাও কানাঘুষায় ভাসছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকদিন ধরে এই দম্পতির যুগল ছবি অনুপস্থিত।

এরই মধ্যে পূর্ণিমার ফেসবুকের একটি পোস্ট আলোচনায় আরও আগুন জ্বালিয়েছে। সেখানে তিনি লেখেন-
“মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

কাকে উদ্দেশ্যে করে এ বক্তব্য, তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানান ব্যাখ্যা-বিশ্লেষণ।

তবে বুধবার সন্ধ্যায় পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অনেকেই মনে করছেন- এই ছবির মাধ্যমে গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী।

তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নব্বইয়ের দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক হয় পূর্ণিমার। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত সর্বশেষ ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ চলচ্চিত্র দুটি।