বাংলাদেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম মিলা ইসলাম। স্টেজ পারফরম্যান্সে তার শক্তিশালী উপস্থিতি ও পপধারার গানে ভিন্নমাত্রা এনে বহুবার শ্রোতাদের মন জয় করেছেন তিনি।
কানাডায় পারফর্ম করার পর এবার দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন এই পপতারকা। আগামী ২৬ অক্টোবর কোরিয়ার ২০তম অভিবাসী আরিরাং বহুসংস্কৃতি উৎসব উপলক্ষে চাংওনের কেন্দ্রস্থলে অবস্থিত ইয়ংজি কালচারাল পার্কের মূল মঞ্চে গান পরিবেশন করবেন মিলা।
দক্ষিণ কোরিয়া সফরের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন তিনি। মিলা মনে করেন, এই উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার একটি গর্বের সুযোগ।
তার সঙ্গে মঞ্চে থাকবেন দলের সদস্যরা— এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) এবং নাঈম (ড্রামস)।
মিলা জানান, এবারের সফরে তিনি প্রবাসী বাঙালিদের পাশাপাশি স্থানীয় দর্শকদেরও বাংলা গানের ছন্দে মাতিয়ে তুলতে চান।
অনেকদিন আড়ালে থাকার পর নতুন করে গানের ভুবনে ফিরেছেন এই পপ তারকা। সম্প্রতি ‘ইনসাফ’ সিনেমায় প্লেব্যাক করে আলোচনায় আসেন তিনি। তার গাওয়া ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটিও ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দেশ-বিদেশের মঞ্চে ক্রমেই ব্যস্ত সময় পার করছেন মিলা ইসলাম। প্রবাসী শ্রোতাদের আহ্বানেই এবার গান নিয়ে দক্ষিণ কোরিয়ার মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি।



























