শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৬ অক্টোবর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

কেটি-ট্রুডোর প্রেম আর গোপন নয়, হাতে হাত রেখে প্রকাশ্যে


Katy-Perry-Justin-Trudeau

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল- কখনো সমুদ্রপাড়ে, কখনো রেস্তোরাঁয় ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেছে পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তবে এবার আর আড়াল নয়- প্রকাশ্যেই হাত ধরে সামনে এলেন তারা।

মার্কিন বিনোদন মাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, গতকাল শনিবার প্যারিসে কেটি পেরির জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রেজি হর্স ক্যাবারে শোতে একসঙ্গে হাজির হন দুজন। শো শেষে বের হওয়ার সময় তাদের হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। এসময় পেরি ছিলেন চকচকে লাল পোশাকে, আর ট্রুডো কালো স্যুটে।

এর আগে যুক্তরাষ্ট্রের সান্তা বারবারা উপকূলে একটি ইয়টে দুই তারকাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জুলাইয়ে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়। ‘পিপল’ ম্যাগাজিন জানায়, সেই সাক্ষাতের পর থেকেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। কেটি পেরির ট্যুর চলাকালে ট্রুডো তাকে ক্যালিফোর্নিয়ায় গিয়ে দেখা করেছেন বলেও জানা গেছে।

গত জুনে কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙে। এর কিছুদিন পরই কেটির নাম জড়ায় জাস্টিন ট্রুডোর সঙ্গে।

অন্যদিকে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। তাদের রয়েছে তিন সন্তান- জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) ও হাদ্রিয়েন (১১)।

পপ জগতের বৈশ্বিক তারকা এবং একটি দেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রেম- স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।