শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২৭ অক্টোবর ২০২৫, ৮:২১ অপরাহ্ন
শেয়ার

পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন!


নায়ক শালমান শাহ ও খল নায়ক ডন

নায়ক শালমান শাহ ও খল নায়ক ডন

ঢাকাই সিনেমার খল অভিনেতা ডন অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ তিন দশক ধরে নানা বিতর্ক ও অভিযোগের ভার বহন করে চলা এই অভিনেতা জানিয়েছেন, এবার তিনি জীবনের এই যন্ত্রণার অবসান চান।

ডন গণমাধ্যমকে বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। ভাবছি, দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। এর একটা সুরাহা হওয়া দরকার।

নব্বইয়ের দশকে কিংবদন্তি নায়ক সালমান শাহর সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ডনের জীবন পাল্টে যায় সালমান শাহর মৃত্যুর পর। তিনি বলেন, যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, সালমান শাহর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলাম। কিন্তু সালমানকে ভালোবেসেই আমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি।

ক্ষোভের সুরে ডন আরও বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকে আত্মহত্যা করেছে, আমি করিনি—এটাই কি আমার অপরাধ?

তিনি আরও যোগ করেন, উপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারব কিনা জানি না।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে।

এছাড়া আরও ১০ জনের নাম উল্লেখ রয়েছে। তারা হলেন- প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।