রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

সালমান শাহের গোপন ডায়েরিতে মালেক আফসারীর নাম, কী লেখা ছিল?


salman-shah-malek-afsariঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ— যিনি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু নিয়ে শুরু হয় এক রহস্যের গল্প, যা আজও শেষ হয়নি। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন খুন। সময় পেরিয়েছে প্রায় তিন দশক, তবু রহস্যের জট এখনো অমীমাংসিত।

সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের পর আবারও আলোচনায় উঠে এসেছেন এই কিংবদন্তি অভিনেতা।

এদিকে, সম্প্রতি জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী এক সাক্ষাৎকারে সালমান শাহকে নিয়ে এক আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন। তিনি জানান, সালমান শাহ মৃত্যুর আগে তার ডায়েরিতে মালেক আফসারীর নাম লিখেছিলেন ভালোবাসায় ভরা কথায়।

আফসারী বলেন, ‘সালমান শাহর মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী একদিন ফোন করে বলেন, ‘আমার ছেলের একটা ডায়েরি আছে, সেখানে আপনার নাম লেখা।’ পরে জানতে পারি, সালমান সেখানে লিখেছিল—
‘বহু ছবিতে কাজ করেছি, কিন্তু আজ একজন সত্যিকারের পরিচালকের সঙ্গে কাজ করলাম। যে আমাকে বকেছে, চোখের পানি ফেলিয়েছে, তবু তার প্রতি আমার শ্রদ্ধা।’

এই স্মৃতি বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে নির্মাতার। তিনি বলেন, ‘তখন বুঝেছিলাম, সালমান শুধু নায়ক না, ও ছিল এক নিবেদিত প্রাণ শিল্পী।’

‘এই ঘর এই সংসার’ সিনেমার শুটিংয়ের প্রথম দিনের একটি ঘটনাও স্মরণ করেন মালেক আফসারী। দুপুরের বিরতির পর প্রায় আড়াই ঘণ্টা দেরিতে সেটে আসেন সালমান। তখন ক্ষুব্ধ হয়ে আফসারী বলেন, তিনি ছবিটি আর করবেন না। কথাটি শুনে সালমান শাহ নাকি মেকআপ রুমে বসেই কেঁদে ফেলেন।

পরিচালক বলেন, ‘ওর কান্না দেখেছিল অভিনেত্রী দুলারি, নাসির খানসহ আরও অনেকে। পরে তারা এসে বলে— সালমান নিচে বসে কাঁদছে, আপনি শুটিং শুরু করেন। পরে আমি বুঝি, সালমান আসলেই আন্তরিক।’