শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ অক্টোবর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

রজনীকান্তের সঙ্গে তামিল সিনেমায় বিদ্যার অভিষেক


Rajoni-Bidda

বলিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান এবার তামিল সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’ -এর মাধ্যমে। ছবিতে প্রধান খল চরিত্রে দেখা যাবে তাঁকে। তিনি অভিনয় করবেন মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায়।

২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘জেলার ২’-এ আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে ফিরছেন সুপারস্টার রজনীকান্ত। আগের কিস্তির অভিনেতা যোগী বাবু, রম্যা কৃষ্ণান ও শিবা রাজকুমারও থাকছেন সিক্যুয়েলে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বও পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার।

সিক্যুয়েলে নতুনভাবে যুক্ত হয়েছেন এস জে সুর্য, সুরাজ ভেঞ্জারামুড এবং বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সর্বশেষ খবর অনুযায়ী, বিদ্যা বালানও এই ছবিতে পুরোপুরি তামিল সিনেমায় অভিষেক করছেন। এর আগে তিনি সংক্ষিপ্ত চরিত্রে দেখা গিয়েছিলেন ২০১৯ সালের ‘নেরকোন্ডা পারভাই’ ছবিতে, যা অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘পিঙ্ক’-এর রিমেক।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র ‘হিন্দুস্তান টাইমস’কে জানিয়েছে, বর্তমানে ছবির চেন্নাই অংশের শুটিং চলছে। আগামী জানুয়ারির মধ্যে ছবিটি পোস্ট-প্রোডাকশনে যাবে। চেন্নাই শিডিউল শেষে গোয়ায় আরও দুই মাসের শুটিং হবে বলে জানা গেছে।

সম্প্রতি কেরালার শুটিং শেষ করে চেন্নাই বিমানবন্দরে দেখা যায় রজনীকান্তকে। সেখানেই তিনি জানান, ‘জেলার ২’ মুক্তি পাবে ২০২৬ সালের জুনে। যদিও গণমাধ্যমের একটি অংশ দাবি করেছে, তিনি নাকি সুনির্দিষ্ট তারিখ- ১২ জুন- উল্লেখ করেছেন। তবে রজনীকান্তের টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতা শুধু ‘জুন ২০২৬’ বলেছেন, অডিও কেটে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ধারণা ছড়িয়েছে।