রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১ নভেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
শেয়ার

সাথে থাকছে ওয়ারফেইজ ও লেভেল ফাইভ

ঢাকায় আসছে পাকিস্তানের ‘জাল’, ‘সাউন্ড অব সোল’-এ মঞ্চ মাতাবে ২৮ নভেম্বর


jal

আবারও ঢাকায় আসছে উপমহাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘জাল দ্য ব্যান্ড’। আগামী ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ এরিনা প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ‘সাউন্ড অব সোল’ কনসার্টে পারফর্ম করবে পাকিস্তানের এই বহুলপ্রিয় সংগীতদল।

আয়োজকরা জানিয়েছেন, এটি হতে যাচ্ছে চলতি মৌসুমের সবচেয়ে বড় ওপেন-এয়ার মিউজিক কনসার্ট, যেখানে দেশি ও আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করবেন এক বৈচিত্র্যময় সঙ্গীত অভিজ্ঞতা।

‘জাল দ্য ব্যান্ড’-এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইজ এবং নতুন প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড লেভেল ফাইভ। আয়োজকদের ভাষায়, শ্রোতারা পাবেন জালের আবেগঘন সুরের পাশাপাশি ওয়ারফেইজ ও লেভেল ফাইভের প্রাণবন্ত রক পরিবেশনার এক অনন্য সমন্বয়।

এর আগে জাল দুই দফায় ঢাকায় কনসার্ট করেছে, প্রতিবারই ব্যাপক সাড়া পেয়েছিল সংগীতপ্রেমীদের কাছ থেকে।

আয়োজক সূত্রে জানা গেছে, দর্শকদের জন্য কনসার্টে আধুনিক সাউন্ড সিস্টেম, লাইটিং এবং সিকিউরিটির সর্বোচ্চ ব্যবস্থা রাখা হবে, যাতে শ্রোতারা উপভোগ করতে পারেন সঙ্গীতের এক অবিস্মরণীয় রাত।