শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৬ নভেম্বর ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন
শেয়ার

রাভিনার সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছিলেন সালমান!


Ravina-Salman

বলিউডে বহু অভিনেত্রী সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেও খুব কমজনই দীর্ঘসময় আলোচনায় থাকতে পেরেছেন। কিন্তু ১৯৯১ সালের ‘পাথর কে ফুল’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা রাভিনা ট্যান্ডন ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। তবে এই ছবির শুটিং চলাকালে সালমান ও রাভিনার মধ্যে নাকি হয়েছিল বারবার মনোমালিন্য ও তর্ক-বিতর্ক।

চিত্রনির্মাতা অনন্ত বালানির পরিচালনায় ছবিটির শুটিং চলার সময় দু’জনের মধ্যে এমন উত্তেজনা তৈরি হয়েছিল যে, সালমান খান পরবর্তীতে ঘোষণা দিয়েছিলেন- তিনি আর রাভিনা ট্যান্ডনের সঙ্গে কাজ করবেন না।

কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম ছিল। তিন বছর পর, ১৯৯৪ সালে রাজকুমার সন্তোষীর ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে ফের একসঙ্গে পর্দায় হাজির হন সালমান ও রাভিনা। একই ছবিতে ছিলেন আমির খান ও করিশমা কাপুরও। মুক্তির সময় ছবিটি বক্স অফিসে বড় কোনো সাফল্য না পেলেও, পরবর্তীকালে এটি হয়ে ওঠে বলিউডের এক কালজয়ী কমেডি ক্লাসিক।

Pathor-ke-Phool

রাভিনা ট্যান্ডন ২০২১ সালে পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে বলেন, “আমরা দু’জন তখন একেবারে স্কুলপড়ুয়া বাচ্চার মতো আচরণ করতাম- প্রতিটি বিষয়ে ঝগড়া হতো। আমি তখন সাড়ে ১৬, আর সালমানের বয়স ২৩। দু’জনই দুষ্টু প্রকৃতির ছিলাম। সালমানের চাচা সেলিম সাহেব ও আমার বাবা একসঙ্গে কাজ করতেন, তাই আমরা প্রায় একই পরিবেশে বড় হয়েছি। মনে হতো, আমরা যেন বাড়ির ঝগড়াগুলো সেটে গিয়েও চালিয়ে যাচ্ছি! পুরো ছবিটায় আমরা ঝগড়া করেছি, তারপর সালমান বলেছিল- ‘আমি আর ওর সঙ্গে কাজ করব না।’ কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার একসঙ্গে করেছিলাম ‘আন্দাজ আপনা আপনা’।”

‘আন্দাজ আপনা আপনা’-তে আরও অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল, শক্তি কাপুর, বিজু খোটে, টিকু তলসানিয়া, শাহজাদ খান ও দেভেন ভার্মা। মুক্তির সময় এটি তেমন সাড়া না পেলেও সময়ের পরিক্রমায় সিনেমাটি আজ ভারতের কমেডি ঘরানার এক কিংবদন্তি চলচ্চিত্র হিসেবে বিবেচিত।