শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৭ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শেয়ার

উত্তমকুমারের নায়িকা সুলক্ষণা পণ্ডিত আর নেই


sulakshana

সুলক্ষণা পণ্ডিত

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেত্রীর ভাই সুরকার ললিত পণ্ডিত গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ললিত পণ্ডিত জানান, সুলক্ষণা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এদিন রাত আটটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

শিশুশিল্পী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সুলক্ষণা। ১৯৬৭ সালে ‘তকদির’ ছবির ‘সাত সমুন্দর পার সে’ গানটি তাঁকে পরিচিতি এনে দেয়। হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, ওডিয়া, গুজরাটি ভাষাতেও গান গেয়েছেন তিনি।

শুধু গানে নয়, অভিনয়েও ছিলেন সমান সফল। ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে ‘উলঝন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘সংকোচ’, ‘হেরাফেরি’, ‘আপনাপন’, ‘খানদান’, ‘ধর্মকান্তা’সহ বহু ছবিতে অভিনয় করেন তিনি।

বাংলা ছবিতেও অভিনয় করেছেন সুলক্ষণা। ১৯৭৮ সালে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন ‘বন্দী’ ছবিতে। তার কাজ সমালোচক মহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিল। জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহার বিপরীতেও একাধিক ছবিতে কাজ করেছেন সুলক্ষণা।

১৯৯৬ সালে ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবির ‘সাগর কিনারে ভি দো দিল’ গান ছিল তাঁর শেষ কাজ। এরপর ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

সুলক্ষণা পণ্ডিতের মৃত্যুর খবরে বলিউডসহ পুরো ভারতীয় বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।