শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ নভেম্বর ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার

রাশমিকা–বিজয়ের বিয়ে কবে, কোথায়


Rashmika-Bijoy

টলিউডের জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বাগদানের খবর নতুন নয়। তবে বিয়ে কবে, কোথায়- তা নিয়ে ভক্তদের কৌতূহল চরমে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম ইন্ডিয়া ফোরামসের দাবি- আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি, রাজস্থানের উদয়পুরে দক্ষিণ ভারতীয় রীতিতে সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা যুগল। ইতিমধ্যে দুই পরিবারই বিয়ের প্রস্তুতি শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ২ অক্টোবর, হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয় তাঁদের বাগদান। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন।

তবে প্রকাশ্যে এখনো সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেননি রাশমিকা-বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে ছুটি কাটানো ও ঘনিষ্ঠ মুহূর্তের বিভিন্ন খবরে ভক্তরা আশাবাদী হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।

রাশমিকার প্রেমজীবনে আগে ছিল আরেক কাহিনি। ২০১৭ সালে ‘কিরিক পার্টি’ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদানে জড়ান তিনি; পরে বিচ্ছেদ ঘটে।
Rashmika-Vijay

পরবর্তীতে ‘গীতা গোবিন্দাম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করতে গিয়েই তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সেই প্রেমই এবার পরিণয়ের পথে- এমনটাই বলছে বলিউড-টলিউডের আড্ডাখানা।

রাশমিকা বর্তমানে বক্স অফিসে ব্যস্ত সময় পার করছেন। আদিত্য সারপোতদারের হরর-কমেডি ‘থামা’ ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি হাতে রয়েছে ‘ককটেল ২’–এর শুটিং।

অন্যদিকে বিজয় সর্বশেষ পর্দায় এসেছেন গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন থ্রিলার ‘কিংডম’ ছবিতে।

বিয়ের তারিখ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বলিউডে জোর গুঞ্জন- কোনো এক বিশেষ উপলক্ষেই ঘোষণা দেবেন রাশমিকা-বিজয়।