শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ নভেম্বর ২০২৫, ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার

ট্রাম্পকে নিয়ে আর কিছু বলতে চাই না: জেনিফার লরেন্স


Jenifar-Lawrence

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আর মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।

দ্য নিউইয়র্ক টাইমস–এর পডকাস্ট ‘দ্য ইন্টারভিউ’–তে নতুন ছবি ‘ডাই মাই লাভ’–এর প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, “তারকাদের রাজনৈতিক মতামত নির্বাচনে কোনো প্রভাব ফেলে না। তাহলে আমি আসলে কী করছি?”

ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর কড়া সমালোচক ছিলেন লরেন্স। সে সময় একটি নিবন্ধে তিনি লিখেছিলেন, “যুক্তরাষ্ট্রে এখন একমাত্র শ্বেতাঙ্গ পুরুষেরাই নিরাপদ বোধ করেন।” তবে এবার তিনি বেশ সংযত।

লরেন্স বলেন, “আমি চাই মানুষ গল্পে হারিয়ে যাক, রাজনীতিতে নয়। আমার কথায় যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে নীরবতাই শ্রেয়।”

তিনি জানান, রাজনৈতিক মতের কারণে অনেক তারকার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন। তাই নিজের বিশ্বাস এখন তিনি তুলে ধরছেন কাজের মাধ্যমে। তাঁর প্রযোজনা সংস্থা নির্মাণ করছে আফগান নারীদের গল্প নিয়ে এক চলচ্চিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেজ’, এবং গর্ভপাতবিরোধী আইনকে কেন্দ্র করে একটি প্রামাণ্যচিত্র।

পুরোনো মন্তব্য নিয়ে অনুশোচনার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মজা করে, “সম্ভবত হ্যাঁ! মনে হয় সব ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেওয়া উচিত ছিল।”

লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’ মুক্তি পেয়েছে গত শুক্রবার।