
বড় পর্দায় অভিষেকের পর থেকেই আলোচনায় তাসনিয়া ফারিণ। গেল ঈদে শরিফুল রাজের বিপরীতে অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
এবার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে দেখা যাবে এই তরুণ অভিনেত্রীকে। শাকিবের নতুন ছবি ‘প্রিন্স’-এ নায়িকা হিসেবে ফারিণকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সিনেমাসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র।
চলতি সপ্তাহেই ফারিণের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। ইতোমধ্যে তাঁর সঙ্গে গল্প, চরিত্র ও অন্যান্য শর্ত নিয়ে সব ধরনের আলোচনা শেষ হয়েছে বলে জানা গেছে।
নব্বই দশকের ঢাকাই আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে ছবিটি। ক্রাইম, প্রেম, অ্যাকশন আর আবেগ- এই চার উপাদানের সমন্বয়ে সাজানো হয়েছে গল্প। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে চিত্রনাট্য লিখেছেন তিনি ও লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।
এর আগে শোনা যাচ্ছিল, ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার ইধিকা পাল। পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সে আলোচনা আর এগোয়নি। ফলে ‘প্রিন্স’-এ প্রধান নারী চরিত্রে তাসনিয়া ফারিণের নাম চূড়ান্ত হওয়ার পথ সুগম হয়।

পরিচালক সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে শুটিং। আগামী ঈদে মুক্তির লক্ষ্যে বাজেট, লোকেশন ও টেকনিক্যাল টিম- সব কিছুই প্রায় চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ঢাকাই চলচ্চিত্রে নতুন নায়িকা হিসেবে ফারিণের দ্বিতীয় সিনেমা এবার শাকিব খানের বিপরীতে- এ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে গেছে।



























