
তানজিয়া জামান মিথিলা ও জয়া আহসান
সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট অর্জন করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সেই সুবাদে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি। গত অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে উড়াল দেওয়ার পর থেকে এখন সেখানে চলছে প্রস্তুতি ও ভোটগ্রহণের ব্যস্ততা।
বিশ্বের ১২১টি দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যেই অন্যতম বাংলাদেশি প্রতিযোগী মিথিলা। জানা গেছে, ইতোমধ্যে তিনি ৭০ হাজারেরও বেশি ভোট পেয়েছেন- যা তাঁকে যেমন বিস্মিত করেছে, তেমনি সামনে এগিয়ে যেতে বড় প্রেরণা দিচ্ছে।
বাংলাদেশের বিনোদনজগতের অসংখ্য তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলার জন্য ভোট চাইছেন। তাঁদের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
ফেসবুকে জয়া আহসান লিখেছেন, “বাংলাদেশের জন্য সময় দিন। তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। প্রতিটি ভোটই মূল্যবান।”
তিনি ভক্তদের মিস ইউনিভার্স অ্যাপে ‘বাংলাদেশ’ সিলেক্ট করে ‘Get Vote’ অপশন থেকে বিজ্ঞাপন ভিডিও দেখে বিনামূল্যে বারবার ভোট দেওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়াসহ আরও অনেকেই মিথিলার পক্ষে প্রচারণায় নেমেছেন।



























