
অর্চিতা স্পর্শিয়া
অসুস্থতার কারণে বিরতির পর অবশেষে শুটিং ফ্লোরে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এ সময় তাঁর মুখে অস্ত্রোপচার করা হয়। বিশ্রাম শেষে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) থেকে নতুন কাজের শুটিং শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী।
জানা গেছে, স্পর্শিয়া বর্তমানে একটি নতুন ওয়েব সিরিজের শুটিং করছেন। এই সিরিজের কাজ আগামী কয়েক দিনের মধ্যে শেষ হবে। তবে এই বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কঠোর গোপনীয়তা বজায় রাখছে।
অভিনেত্রী স্পর্শিয়া তাঁর নতুন কাজ নিয়ে এখনই বিস্তারিত মুখ খুলতে নারাজ। তিনি বলেন, “এমনিতে কাজ কম করি। তাই বুঝেশুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজের ক্ষেত্রে গল্প ও প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে করেছি, তাই কাজটা করছি। কিছুদিনের মধ্যে ঘোষণা আসবে। তার আগপর্যন্ত ধৈর্য ধরতে হবে। অনুমতি পেলে আমিও কাজটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারব।”
অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ওয়েব সিরিজটির শুটিং এত দিন স্থগিত ছিল। এখন সুস্থ হয়ে তিনি কাজে ফেরায় দ্রুতই সিরিজের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
২০১১ সালে ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ শুরু করে দর্শকের নজর কাড়েন অর্চিতা স্পর্শিয়া। এরপর তিনি নাটক, চলচ্চিত্র এবং নতুন মাধ্যম ওটিটিতেও সমানতালে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’ এবং তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’।
অভিনেত্রী জানান, বর্তমান ওয়েব সিরিজের শুটিং শেষ হওয়ার পরেই তিনি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজে মনোযোগ দেবেন। একটি নতুন সিনেমায় অভিনয়ের বিষয়ে তাঁর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কথাবার্তা চলছে।



























