শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২১ নভেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
শেয়ার

বিতর্কে ঘেরা প্রতিযোগিতায় মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ


Fatima Bosch

মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বশ

মিস ইউনিভার্স ২০২৫ হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। তবে ব্যাংককে অনুষ্ঠিত এবারের আসরটি ছিল নানা বিতর্ক ও নাটকীয় ঘটনার কেন্দ্রে। নভেম্বরের শুরুতে এক প্রচারণা অনুষ্ঠানে থাই আয়োজক নাওয়াত ইৎসারাগ্রাসিলের প্রকাশ্য তিরস্কারের পর ফাতিমা বশ মঞ্চ ত্যাগ করেন। পরবর্তীতে আয়োজকরা তাঁকে ও তার সমর্থকদের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার হুমকি দেন—যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

এর ঠিক এক সপ্তাহ পর দুই বিচারক পদত্যাগ করেন। একজন বিচারক সরাসরি প্রতিযোগিতায় ‘রিগিং’ বা পূর্বনির্ধারিত ফলাফলের অভিযোগ তোলেন। যদিও আয়োজক প্রতিষ্ঠান এসব দাবি অস্বীকার করেছে।

ফাতিমার জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন আগের বিতর্ক ঢাকতেই তাকে বিজয়ী করা হয়েছে। মন্তব্য এসেছে—“যে প্রতিবাদ করবে, সে-ই পরেরবার বিজয়ী হবে।”

এবারের প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের প্রাভীনর সিং, আর তৃতীয় হয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি। শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন ফিলিপাইন্স ও কোট দিভোয়ারের প্রতিনিধিরাও। প্রিলিমিনারি রাউন্ডে মিস জ্যামাইকার পড়ে যাওয়ার ঘটনাটিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জানা যায়, তিনি হাসপাতালে চিকিৎসা নিলেও গুরুতর আহত হননি।

বিশ্লেষকদের মতে, থাই ও মেক্সিকান মালিকপক্ষের সাংগঠনিক দ্বন্দ্ব এবং একাধিক নেতৃত্ব পরিবর্তন প্রতিযোগিতাটিকে বেশ অস্থির করে তুলেছে। পূর্বের মালিক থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকরাজুতাতিপের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন মেক্সিকোর ব্যবসায়ী রাউল রোচা। তবে নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে প্রভাব ফেলছে।

তবুও মুকুট জয়ের পর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ফাতিমার প্রশংসা করে জানায়, তার “মাধুর্য, দৃঢ়তা ও উজ্জ্বল উপস্থিতিই তাকে সবার হৃদয় জয় করতে সাহায্য করেছে।”