
দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা লি সুন-জায়ে মারা গেছেন
দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা লি সুন-জায়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ‘হাই কিক’ সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
লি সুন-জায়ে ১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শুরু হয় তার শিল্পজীবন। ছাত্রাবস্থায় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মঞ্চে ওঠা তরুণ লি ১৯৫৬ সালের ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। পরবর্তী ছয় দশকে মঞ্চ, টেলিভিশন ও বড়পর্দায় তার কাজ দেশের মানুষের মনে স্মরণীয় হয়ে আছে।
গত বছর থেকে হঠাৎ অবসরে চলে যান লি সুন-জায়ে। তার মুখপাত্র জানিয়েছেন, তিনি পায়ের চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং শোক প্রকাশ করেছেন।
প্রায় ছয় দশকের কর্মজীবনে তিনি শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘হাই কিক থ্রু দ্য রুফ’ সিটকমের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান, পাশাপাশি ‘দ্য কিং’স ফেস’-এর মতো ঐতিহাসিক নাটকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
লি সুন-জায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন। ১৯৬০-এর দশকে কোরিয় টিভির পরীক্ষামূলক যুগ থেকে বর্তমানের বিশ্বজুড়ে জনপ্রিয় কে-ড্রামার সঙ্গে তার সেতুবন্ধ গড়ে উঠেছে।
তার সাম্প্রতিক ও প্রশংসিত কাজগুলোর মধ্যে ‘নাবিলেরা’, ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘ফাদার’স হাউজ’ এবং ‘দ্য গ্রেট কিং’ উল্লেখযোগ্য। ‘নাবিলেরা’-তে তিনি একজন বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করেছেন, যিনি দীর্ঘদিন ধরে পুষে রাখা স্বপ্ন পূরণের চেষ্টা করেন।



























