
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি স্বামী পিটার হাগের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় তিনি ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যম জানায়, স্বামীর বিরুদ্ধে ভয়াবহ যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন সেলিনা।
সেলিনা ও অস্ট্রিয়ান উদ্যোক্তা পিটার হাগ ২০১০ সালে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান—যমজ উইনস্টন ও বিরাজ এবং ছোট ছেলে আর্থার। আরেক যমজ সন্তান শমশের হৃদ্রোগে মারা যায়। মামলা অনুযায়ী, পিটার বহুবারই সন্তানদের সামনে সেলিনাকে অপমান ও হেয় করেছেন।
তিনি জানান, দাম্পত্য জীবনে র শুরু থেকেই পিটারের রাগ, মদ্যপান, মানসিক চাপ ও আর্থিক নিয়ন্ত্রণ সম্পর্কটিকে দুর্বিষহ করে তোলে। মধুচন্দ্রিমায় ইতালিতে স্বাস্থ্যের সমস্যা জানালে স্বামী তাঁকে চিৎকার করে অপমান করেন এবং গ্লাস ছুড়ে মারেন বলেও উল্লেখ করেছেন তিনি। যমজ সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি চাইলে সেলিনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও আছে।
সেলিনা আরও জানান, পিটার তাঁকে যৌন হুমকি, ধর্ষণের ভয় দেখানো, অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের চাপ তৈরি করা এবং অস্বাভাবিক যৌন সম্পর্কের জন্য জোর করতেন। এমনকি নগ্ন ছবি তুলতে বাধ্য করে ব্ল্যাকমেল করার অভিযোগও করেছেন তিনি।
তাঁর অভিযোগ অনুযায়ী, এসব নির্যাতন তাঁর ও সন্তানদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলেছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। পিটার হাগ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস



























