শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার

এবার তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির মামলা


tisha

তানজিন তিশা I ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশা একের পর এক বিতর্ক ও অভিযোগের কেন্দ্রে আছেন। সম্প্রতি তাকে নিয়ে প্রাণনাশের হুমকির মামলা দায়ের করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী, পাশাপাশি শাড়ি প্রতারণার অভিযোগও রয়েছে।

এর আগে, অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’ কর্তৃক শাড়ি প্রতারণার অভিযোগ তুলে ২২ অক্টোবর তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ ও ক্ষমাপ্রার্থনার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ে সাড়া না দেওয়ায় ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে মামলা দায়ের করেন বাদী মো. আমিনুল ইসলাম। মামলাটি বর্তমানে ডিবির তদন্তাধীন।

প্রাণনাশের হুমকির অভিযোগে সানায়া চৌধুরী ২৭ নভেম্বর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আদালতে ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা করেন। অভিযোগে উল্লেখ, ৭৫ হাজার টাকার শাড়ি আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারক মো. জিয়াদুর রহমান।

বাদী সানায়া চৌধুরী বলেন, “আমি জীবন নিয়ে শঙ্কিত। তিশা শাড়িটি নিয়েছেন, ফেরত দেননি। দাবি করলে আমাকে ভয় দেখানো হয়েছে। সব প্রমাণ আমার কাছে আছে।”

অভিনেত্রী তানজিন তিশা জানান, “আমি মামলা সম্পর্কে কিছুই জানি না। আমি কখনও প্রাণনাশের হুমকি দিইনি। সবই মিথ্যা।”

এদিকে তিশার উপর আরও অভিযোগ এসেছে কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’ নিয়ে। ভারতীয় প্রযোজক শরীফ খান দাবি করেছেন, ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হলেও কাজ হয়নি। তবে ছবির পরিচালক এম এন রাজ বলেন, তিশা ভুল বিবৃতি দিচ্ছেন, টাকা নেওয়া হয়েছে কিন্তু কাজ হয়নি, তাই ফেরত দিতে হবে।

এত বিতর্কের মাঝেও শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় তিশা। তবে একের পর এক অভিযোগ ও আইনি জটিলতার মধ্যে তার ক্যারিয়ার কীভাবে এগোবে, তা এখন দেখার বিষয়।