রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৬ নভেম্বর ২০১৫, ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার

আত্মহত্যা করলেন ক্লোজআপ ওয়ান তারকা পলাশের স্ত্রী


Gamca-polashক্লোজআপ ওয়ান তারকা পলাশের স্ত্রী সোনিয়া আক্তার (২৫) আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে রাজধানীর জিগাতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কী কারণে সোনিয়া আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মকর্তা জানান, সোমবার দুপুরের দিকে সোনিয়া আক্তার নামে এক রোগীকে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পলাশের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে প্রথমে তা বন্ধ পাওয়া যায়। পরে ফোনটি মাঝে মাঝে খোলা পাওয়া গেলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, সোনিয়ার লাশ নাটোরের গোপালপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রসঙ্গত, প্রেম করে বিয়ে করেন পলাশ ও সোনিয়া। সোনিয়া অহি নামে দেড় বছরের একটি কন্যা সন্তানের মা।