
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশি প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ জায়গা করে নিয়ে দেশের জন্য প্রথমবারের মতো ইতিহাস গড়েছেন। বিশ্বের ১২২ দেশের মাঝে এটি বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট।
প্রিলিমিনারি রাউন্ড থেকেই মিথিলা বিচারকদের নজর কাড়েন আত্মবিশ্বাস, স্টেজ পারফরম্যান্স এবং প্রস্তুতিতে। সুইমস্যুট রাউন্ডেও দর্শকদের প্রশংসা পান তিনি। ‘পিপলস চয়েস’ ভোটিংয়ে এগিয়ে থাকলেও নিয়ম অনুযায়ী পারফরম্যান্স, বিচারকদের মূল্যায়ন ও উপস্থাপনা দক্ষতাই চূড়ান্ত তালিকা নির্ধারণে গুরুত্ব পায়।
এই অর্জনে দেশের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পেজেন্ট প্ল্যাটফর্ম ‘মিসোলজি অফিশিয়াল’ ও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষ মিথিলাকে অভিনন্দন জানিয়ে এটিকে বাংলাদেশের জন্য “ইতিহাস গড়ার মুহূর্ত” বলে উল্লেখ করেছে। বিনোদন অঙ্গনের তারকারাও তাকে শুভেচ্ছা জানান।
অন্যদিকে, নানা বিতর্কের মধ্যে প্রতিযোগিতার মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রথম রানারআপ থাইল্যান্ডের প্রবীনার সিং। সেরা পাঁচে জায়গা পেয়েছেন ভেনেজুয়েলা, ফিলিপাইন ও আইভরি কোস্ট।
এবার প্রথমবারের মতো ফিলিস্তিনের নাদিন আইয়ুবও সেরা ৩০-এ স্থান নিশ্চিত করেছেন।





























